আজ সকাল ৯ঃ২২ মিনিট থেকে ১১ টা পর্যন্ত একটানা দেড় ঘন্টার অধিক সময় ধরে বিদেশে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ছাত্রদের কে গুরুত্বপূর্ণ নসিহাহ, গাইডলাইন এবং দেশ জাতি ও মানবিক সমাজ বিনির্মাণে অবদান রাখার হেদায়াতি দিয়ে সরাসরি চলে যান ইউনাইটেড হসপিটালে। দীর্ঘ বক্তৃতায় মায়াবী হাসিখুশি বন্ধুত্বসূলভ আলোচনায় আদৌ ক্লান্তি ও অসুস্থতার কোন ছাপ ছিল না!ডাক্তারের পরামর্শ বাইপাস অপারেশন হতে হবে। রাব্বাল আ'লামিন, আরশের মালিক আমিরে জামায়াতকে শেফায়ে কামেলা আজিলা দান করেন, আমিন।