ড. খলিলুর রহমান মাদানী

মেরাজের রাতে রাসূল (সা.) কি আল্লাহকে দেখেছেন

প্রশ্ন                                                                                                         

মেরাজের রাতে রাসূল (সা.) কি সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছিলেন?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মেরাজের রাতে রাসূল (সা.) আল্লাহ তাআলাকে দেখেছিলেন কিনা, বিষয়টি মতভেদপূর্ণ। সাহাবায়ে কেরামের মাঝে বিষয়টি নিয়ে মতানৈক্য ছিল। তবে অধিকাংশ সাহাবায়ে কেরাম ও তাবেয়ীগণ একমত যে, রাসূল (সা.) মেরাজের রাতে আল্লাহ তাআলাকে স্বচক্ষে ও সরাসরি দেখেছিলেন। তাছাড়া হাদিস শরিফে এসেছে,

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، كَانَ يَقُولُ: إِنَّ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ‌رَأَى ‌رَبَّهُ ‌مَرَّتَيْنِ: مُرَّةً بِبَصَرِهِ، وَمَرَّةً بِفُؤَادِهِ

‘আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) তার রবকে দুইবার দেখেছেন। একবার স্বচক্ষে। আরেকবার অন্তর দ্বারা অনুভবের মাধ্যমে।’ [আল মুজামুল আওসাত, হাদিস: ৫৭৬১; মাজমাউয যাওয়াদে, হাদিস: ২৪৯]

শরহুন নববি ৩/৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم