ড. খলিলুর রহমান মাদানী

কুকুর মারা যাবে কি

প্রশ্ন                                                                                                         

বর্তমানে রাস্তাঘাটে কুকুরের সংখ্যা বেড়ে গেছে। এগুলো মানুষদের অনেক ক্ষতি করে। আমাদের একটি সংঘঠন থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে, এ ধরনের কুকুরগুলোকে মেরে ফেলব। এটা কি জায়েয হবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হ্যাঁ, এ ধরনের ক্ষতিকর কুকুরগুলো হত্যা করা বৈধ হবে। তবে এগুলোকে হত্যা করার সময় সহজ পন্থা অবলম্বন করা চাই। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة

‘আল্লাহ তাআলা সব জিনিসের ক্ষেত্রে ইহসানকে অপরিহার্য করেছেন। সুতরাং তোমরা যখন কোন কিছুকে হত্যা করবে তখন সুন্দর ও সহজভাবে হত্যা করবে।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৪০৯]

রদ্দুর মুহতার ৬/৩৮৮-৩৮৯, ফাতাওয়া আলমগীরী ৫/৩৬১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم