ড. খলিলুর রহমান মাদানী

হারাম হওয়ার পূর্বে মদপানকারী সাহাবীদের সম্পর্কে কী ধারণা রাখব

প্রশ্ন                                                                                                         

যে সকল সাহাবী হারাম হওয়ার আগে মদ পান করেছেন তাদের ব্যাপারে আমাদের আকীদা কী হবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মদ হারাম করা হয়েছে তৃতীয় হিজরীতে। ইবনে আব্বাস (রা.) বলেন,

إِنَّمَا نَزَلَ تَحْرِيمُهَا فِي سَنَةِ ثَلَاثٍ بَعْدَ وَقْعَةِ أُحُدٍ

‘মদ হারাম করা হয়েছে তৃতীয় হিজরীতে উহুদ যুদ্ধের পরে।’ [ফাতহুল বারী ১০/৩৪]

যে সকল সাহাবী হারাম হওয়ার আগে মদ পান করেছিলেন, তাদের ব্যাপারে বিন্দু পরিমাণ খারাপ ধারণা রাখা যাবে না। কারণ হারাম হওয়ার আগে মদ পান হালাল ছিল। হারাম করে দেওয়ার সাথে সাথে সকল সাহাবী মদ পান করা বর্জন করেছিলেন।

আনাস ইবনে মালেক (রা.) বলেন,

كُنْتُ سَاقِيَ الْقَوْمِ يَوْمَ حُرِّمَتِ الْخَمْرُ فِي بَيْتِ أَبِي طَلْحَةَ وَمَا شَرَابُهُمْ إِلاَّ الْفَضِيخُ الْبُسْرُ وَالتَّمْرُ ‏.‏ فَإِذَا مُنَادٍ يُنَادِي فَقَالَ اخْرُجْ فَانْظُرْ فَخَرَجْتُ فَإِذَا مُنَادٍ يُنَادِي أَلاَ إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ - قَالَ - فَجَرَتْ فِي سِكَكِ الْمَدِينَةِ فَقَالَ لِي أَبُو طَلْحَةَ اخْرُجْ فَاهْرِقْهَا ‏.‏ فَهَرَقْتُهَا

‘মদ হারাম হওয়ার দিন আমি আবু তালহার ঘরে লোকদের মদ পান করাচ্ছিলাম। তারা শুকনো ও কাঁচা খেজুরের মদ পান করত (অর্থাৎ শুকনো ও কাঁচা খেজুর দ্বারা তৈরি ঘন তৈলাক্ত ও সিরকা পান করতো)। হঠাৎ শুনা গেল জনৈক লোক ঘোষণা দিচ্ছে। তিনি বললেন, বের হয়ে দেখ। আমি বের হয়ে দেখলাম, এক লোক ঘোষণা দিচ্ছে: শুনে রাখ, মদ নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, অতঃপর মদীনার চারপাশে ও অলিগলি দিয়ে মদের ঢল প্রবাহিত হতে থাকে। আবু তালহা আমাকে বললেন: বের হও এবং এগুলো ঢেলে দিয়ে আস। অতঃপর আমি সেগুলো ঢেলে দেই।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫০২৫]

সুতরাং তাদের ব্যাপারে খারাপ ধারণা করার বিন্দুমাত্র সুযোগ নেই।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم