ড. খলিলুর রহমান মাদানী

শিঙ্গা লাগানোর জন্য কোনো দিন নির্দিষ্ট আছে কি

প্রশ্ন                                                                                                         

শিঙ্গা লাগানোর জন্য কি নির্দিষ্ট দিন রয়েছে, নাকি যে কোনো দিন শিঙ্গা লাগানো যাবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

শিঙ্গা লাগানোর জন্য কোনো দিন নির্দিষ্ট নেই। বরং যে কোনো দিন শিঙ্গা লাগানো যাবে। তবে সাহাবায়ে কেরাম প্রতি মাসের বেজোড় দিন, বিশেষ করে ১৭, ১৯ ও ২১ তারিখ শিঙ্গা লাগাতে পছন্দ করতেন। হাদিস শরিফে এসেছে,

عن أنس بن مالك رضي الله عنه قال: كان أصحاب النبي صلى الله عليه وسلم يحتجمون لوتر من الشهر

‘আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম মাসের বেজোড় দিনগুলোতে শিঙ্গা লাগাতেন।’ [তাহযিবুল আছার, হাদিস: ২৮৫৬]

আরেকটি হাদিসে রয়েছে, আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,

كان أصحاب رسول الله صَلَّى الله عَليهِ وَسلَّمَ يحتجمون لسبع عشرة ، ولتسع عشرة ، وإحدى وعشرين

‘সাহাবায়ে কেরাম মাসের ১৭, ১৯ ও ২১ তারিখ শিঙ্গা লাগাতেন।’ [সুআলাতুল বারযায়ি ২/৭৫৭, হাদিস: ১০১২]

এ সকল সহিহ রেওয়ায়েতের উপর ভিত্তি করে উলামায়ে কেরাম মাসের বেজোড় দিনগুলো, বিশেষ করে ১৭, ১৯ ও ২১ তারিখ শিঙ্গা লাগানোকে মুস্তাহাব বলেছেন।

আল হাওয়ি ১/২৭৯-২৮০

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم