ড. খলিলুর রহমান মাদানী

ফরজ নামাজ ত্যাগ করলে কি কাফের হয়ে যাবে

প্রশ্ন                                                                                                         

আমাকে এক ব্যক্তি বলল যে, ফরজ নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায়। তার কথাটি কি সঠিক?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

নামাজ হলো ইসলামের ভিত্তিসমূহের একটি। একজন মুসলিম নামাজ ত্যাগ করার চিন্তাও করতে পারে না। নামাজ ত্যাগ করা কবিরা গুনাহ।

হাদিস শরিফে এসেছে, রাসূল (সা. ) বলেন-

إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة

‘কোনো ব্যক্তির মাঝে এবং শিরক ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৩৪]

এধরনের একাধিক দলিলের কারণে ইমাম আহমদ  (রহ.) এর মত হলো অলসতা করে নামাজ ত্যাগকারী কাফের।

তবে অনেক উলামায়ে কেরামের মতে নামাজ ত্যাগকারী কাফের নয়। বরং ফাসেক এবং কবিরা গুনাহকারী।

আল-শারহুল মুমতি আলা-যাদিল মুসতানকি ২/২৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم