ড. খলিলুর রহমান মাদানী

সংশয়বাদী কি মুমিন

প্রশ্ন                                                                                                         

আমার একবন্ধু আল্লাহর অস্তিত্বের ব্যাপারে দ্বিধা-দ্বন্দ্বে আছে তবে সে আল্লাহকে অস্বীকার করে না সে কি মুসলিম হিসেবে গণ্য হবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

সংশয়বাদ হলো এমন একটি মতবাদ যা, স্রষ্টার অস্তিত্বকে স্বীকারও করে না আবার অস্বীকারও করে না। অথচ মুমিন হওয়ার অন্যতম শর্ত হলো, আল্লাহ ও তাঁর অস্তিত্বের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা। এছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। যেহেতু আপনার বন্ধু আল্লাহর অস্তিত্বের ব্যাপারে দ্বিধা-দ্বন্দ্বে আছে তাই আপনার বন্ধু মুসলিম নন।

আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,

اِنَّمَا الۡمُؤۡمِنُوۡنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا بِاللّٰہِ وَ رَسُوۡلِہٖ ثُمَّ لَمۡ یَرۡتَابُوۡا وَ جٰہَدُوۡا بِاَمۡوَالِہِمۡ وَ اَنۡفُسِہِمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ اُولٰٓئِکَ ہُمُ الصّٰدِقُوۡنَ

‘মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি। আর নিজদের সম্পদ ও নিজদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এরাই সত্যনিষ্ঠ।’ [সূরা হুজুরাত, আয়াত: ১৫]

অন্য আয়াতে ইরশাদ হচ্ছে,

لَا یَسۡتَاۡذِنُکَ الَّذِیۡنَیُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِ اَنۡ یُّجَاہِدُوۡا بِاَمۡوَالِہِمۡ وَ اَنۡفُسِہِمۡ ؕ وَ اللّٰہُ عَلِیۡمٌۢ بِالۡمُتَّقِیۡنَ ﴿۴۴﴾اِنَّمَا یَسۡتَاۡذِنُکَ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِ وَ ارۡتَابَتۡ قُلُوۡبُہُمۡ فَہُمۡ فِیۡ رَیۡبِہِمۡیَتَرَدَّدُوۡنَ

‘যারা আল্লাহ ও শেষ দিবসের ওপর ঈমান আনে, তারা নিজ সম্পদ ও জীবন দ্বারা জিহাদে অব্যাহতি পাওয়ার প্রার্থনা তোমার নিকট করে না। আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে সবিশেষ অবহিত। তোমার নিকট অব্যাহতি প্রার্থনা শুধু ওরাই করে, যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনে না এবং যাদের চিত্ত সংশয়যুক্ত। ওরা তো আপন সংশয়ে দ্বিধাগ্রস্ত।’ [সূরা তাওবা, আয়াত: ৪৪-৪৫]

তাই আপনার বন্ধুর জন্য জরুরি হলো সকল সংশয় থেকে মুক্ত হয়ে খাঁটি মনে আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনা।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم