ড. খলিলুর রহমান মাদানী

মু’তাযিলা মতবাদের প্রতিষ্ঠাতার নাম কী ও কত হিজরিতে তা প্রতিষ্ঠা লাভ করে

প্রশ্ন                                                                                                         

মুতাযিলা মতবাদ কত হিজরিতে প্রতিষ্ঠা লাভ করে? তাদের প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মূলত ১০৫ থেকে ১১০ হিজরির মাঝেই মু'তাযিলা মতবাদের সূচনা ও প্রসার ঘটে। ওয়াসিল ইবনে আতা এই মতবাদের প্রতিষ্ঠাতা। যদিও তারা দাবী করে থাকে যে, তাদের এ মতবাদের সূচনা হয়েছিল আলী (রা.) থেকে। তাঁর থেকে এ মতবাদ লাভ করেন তাঁর পুত্র মুহাম্মাদ ইবনুল হানাফি। তাঁর থেকে তাঁর পুত্র আবু হাশেম লাভ করেন, যিনি ওয়াসিলের শিক্ষক ছিলেন। তবে তাদের এ দাবী ভিত্তিহীন। কারণ এর স্বপক্ষে তাদের কোনো দলিল নেই।

আল মিলাল ওয়ান নিহাল পৃ: ৫২; আল ইতিকাদুল ইসলামিয়া ওয়াল ফিরাকুল বাতিলা পৃ: ২৭৬; নাশআতুল আসআরিয়া, পৃ: ১২১; আল মু’তাযিলা, পৃ: ১২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم