ড. খলিলুর রহমান মাদানী

পিতা-মাতার অনুমতি ছাড়া জেহাদে যাওয়ার বিধান কী

প্রশ্ন                                                                                                         

জেহাদে যাওয়ার জন্য পিতা-মাতা যদি অনুমতি না দেয়, তাহলে তাদের অনুমতি ছাড়া জেহাদে যাওয়া যাবে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

স্বাভাবিক অবস্থায় জেহাদ ফরজে কেফায়া। সেক্ষেত্রে পিতা-মাতার অনুমতি ছাড়া জেহাদে যাওয়া বৈধ হবে না। বরং পিতা-মাতার খেদমতে নিয়োজিত থাকতে হবে।

রাসূল (সা.) ইরশাদ করেন,

عن عبد الله بن عَمرٍو، قال: جاء رجل إلى رسولِ الله صلَّى الله عليه وسلم، فقال: جئتُ أُبايُعك على الهجرةِ، وتركتُ أبويَّ يبكيان، فقال: ارجِعْ إليهما فَأضحِكْهُما كما أبكيتَهما

‘আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূল (সা.) এর কাছে বললো, আমি আপনার কাছে হিজরতের বাইআত নিতে এসেছি এবং আমার পিতা-মাতাকে কান্নারত অবস্থায় রেখে এসেছি। তিনি বললেন, তুমি ফিরে যাও। তাদেরকে যেভাবে কাঁদিয়েছ ঐভাবে তাদেরকে হাসাও।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২৫২৮]

অন্যত্র ইরশাদ করেন,

عن عبد الله بن عمرو، قال: جاء رجلٌ إلى النبيَّ صلَّى الله عليه وسلم، فقال: يا رسولَ الله، أُجاهدُ؟ قال: ألك أبوانِ؟  قال: نعم، قال: ففيهما فَجاهِدْ

‘আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূল (সা.) এর কাছে বললো, হে আল্লাহর রাসূল (সা.)! আমি জেহাদ করবো। তিনি বললেন, তোমার পিতা-মাতা আছেন কি? সে বললো, হ্যাঁ। তিনি বললেন, তাদের সেবা করো, এটাই তোমার জন্য জেহাদ হিসেবে গণ্য হবে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২৫২৯]

তবে যদি জেহাদ করা ফরজে আইন হয়ে যায় তখন পিতা-মাতা অনুমতি না দিলেও জেহাদে যাওয়া জরুরি হয়ে পড়বে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم