আপন বোনকে যাকাত দেওয়া যাবে কি?
প্রশ্ন
আমার ফুফু আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় আমার বাবা তাদেরকে সবসময় আর্থিক সহযোগিতা করে আসছেন। ফুফু যাকাত গ্রহণের উপযুক্ত। তাই এ বছর বাবা তাদেরকে যাকাতের টাকা দেওয়ার ইচ্ছা করেছেন। কিন্তু আমার চাচা বললেন, আপন বোনকে তো যাকাত দেওয়া জায়েয নেই। এ কথা শুনে বাবা আর তাদেরকে যাকাত দেননি। এখন আমার জানার বিষয় হল, চাচার কথা কি ঠিক? আপন বোনকে কি যাকাত দেওয়া যায়?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনার চাচার কথা ঠিক নয়। আপনার ফুফু যাকাত গ্রহণের উপযুক্ত হলে আপনার বাবা তাকে যাকাতের টাকা দিতে পারবেন।
যুবাইদ (রাহ.) বলেন, আমি ইবরাহীম নাখায়ী (রাহ.)-কে জিজ্ঞাসা করলাম, আপন বোনকে কি যাকাত দেওয়া যায়? তিনি বললেন, হাঁ। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১০৬৪০)
এ ধরনের আত্মীয়-স্বজন যাকাত গ্রহণের উপযুক্ত হলে তারাই বেশি হকদার এবং তাদেরকে দেওয়া বেশি সওয়াব। তাবেয়ী যাহহাক (রাহ.) বলেন, যদি তোমার অভাবী আত্মীয়-স্বজন থাকে তবে তারাই তোমার যাকাতের বেশি হকদার।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১০৬৩৯; কিতাবুল আছল ২/১২৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯০; আলবাহরুর রায়েক ২/২৪৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم