যাকাতের টাকা দিয়ে মাদরাসায় কিতাব কিনে দিলে কি যাকাত আদায় হবে?
প্রশ্ন
এক ব্যক্তির উপর বিশ হাজার টাকা যাকাত ওয়াজিব হয়েছে। এখন সে চাচ্ছে, এই টাকা দিয়ে কিতাব ক্রয় করে মাদরাসার কুতুবখানায় ওয়াকফ করতে। জানার বিষয় হলো, এর মাধ্যমে কি তার যাকাত আদায় হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কোনো প্রতিষ্ঠানে যাকাতের নিয়তে কিতাব ক্রয় করে দিলে তা দ্বারা যাকাত আদায় হবে না। কেননা, যাকাত আদায়ের জন্য উপযুক্ত ব্যক্তিকে যাকাতের মালিক বানিয়ে দেওয়া আবশ্যক। তাই ব্যক্তিকে মালিক না বানিয়ে প্রতিষ্ঠানে ওয়াকফ করলে তা দ্বারা যাকাত আদায় হবে না।
প্রকাশ থাকে যে, মাদরাসায় দ্বীনী কিতাবাদি কিনে দেওয়া অনেক বড় সওয়াবে কাজ। এটি সদকা জারিয়ার অন্তর্ভুক্ত। এতে দ্বীন প্রচার-প্রসার করা ও দ্বীনী কাজে সহযোগিতা করার সওয়াব হয়। এসব কাজ যাকাত-ফিতরার মাল ছাড়া নফল দান-সদকা থেকে করতে হয়। সামর্থ্যবান মুসলমানের উপর এসব দ্বীনী কাজে সহায়তা করা কর্তব্য।
-বাদায়েউস সানায়ে ২/১৪২, আলমাবসূত, সারাখসী ২/২০২, ১২/১৭; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৮০; খুলাসাতুল ফাতাওয়া ১/৪৪৩; রদ্দুল মুহতার ২/৩৪৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم