কুরবানীতে ছয় শরিক মিলে এক শরিক রাসূলুল্লাহ (সা.)-এর নামে রাখা কি জায়েয আছে?
প্রশ্ন
কুরবানীর সময় আমাদের এলাকার অনেকেই ছয় শরীক মিলে একটি গরু কুরবানী করে। ঐ গরুতে নিজেদের ৬ অংশ রাখে আর ৭ম অংশ রাসূলুল্লাহ (সা.)-এর জন্য রাখে। এ ৭ম অংশের টাকা তারা সকলে মিলে দিয়ে থাকে। আমি জানতে চাই, এমনটি করা কি সহিহ?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত পদ্ধতিতে রাসূলুল্লাহ (সা.)-এর পক্ষ থেকে কুরবানী করা সহিহ। কেননা এ ক্ষেত্রে কারো অংশ এক সপ্তমাংশের কম নয়। প্রত্যেকের অংশ পুরো হওয়ার পর সপ্তমাংশ শরীকদের নফল কুরবানী হিসাবে গণ্য হবে এবং সকলের কুরবানী সহিহ হয়ে যাবে।
-বাদায়েউস সানায়ে ৪/২০৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم