লটারির মাধ্যমে ঋণ দেওয়ার বিধান কী?
প্রশ্ন
আমরা দশজন বন্ধু মিলে একটি সমিতি গঠন করি। এই সমিতিতে টাকা জমা করা ও বণ্টন করার পদ্ধতি হলো যে, আমরা ১০ হাজার করে টাকা জমা করে সবার নাম আলাদা আলাদা কাগজে লিখে লটারি করব। লটারিতে যার নাম উঠবে সে উক্ত টাকা পাবে। এভাবে দশ মাস আমরা এই পদ্ধতিতে টাকা নিব। যে ব্যক্তি এক মাস টাকা পাবে সে পরবর্তীতে আর কোনো মাসে টাকা পাবে না। তবে আমাদের সবাই একবার টাকা পাওয়ার আগ পর্যন্ত সবাই টাকা দিবে। জানার বিষয় হচ্ছে, এভাবে টাকা জমা করে বণ্টন করা জায়েয আছে? যদি জায়েয না হয় তবে জায়েয পদ্ধতি কী? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নের বর্ণনা অনুযায়ী নিজেদের টাকা এভাবে একত্র করে তা উক্ত পদ্ধতিতে একেক জনের জন্য নেওয়া জায়েয। কেননা এক্ষেত্রে সকলের সম্মতিতে একজনকে ঋণ দেয়া হচ্ছে এবং এতে বেশি প্রদানেরও শর্ত নেই। এছাড়া এতে অবৈধতার অন্য কোনো কারণও নেই। তাই প্রশ্নোক্ত লেনদেন জায়েয।
-ফিকহুন নাওয়াযিল ৩/৩২৫; আলমাবসূত, সারাখসী ১৫/৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم