গরীবের জমির ফসলে কি খারাজ ওয়াজিব হয়?
প্রশ্ন
আমি জানতে চাচ্ছিলাম, গরীব মানুষের জমির ফসলে ওশর/খারাজ ওয়াজিব হবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
দরিদ্র ব্যক্তির জমিও উশরি বা খারাজি হলে ঐ জমির ফসলের উপর উশর/খারাজ আসবে। উশর এবং খারাজের বিধান উৎপাদিত ফসল ও জমির সাথে সম্পর্কযুক্ত। এক্ষেত্রে জমির মালিক ধনী না গরীব তা লক্ষ্যণীয় নয়। এ কারণেই উশর, খারাজ নাবালেগ এবং ঋণগ্রস্ত ব্যক্তির জমির উপরও ওয়াজিব হয়।
-কিতাবুল আছল ২/১৩৪; মাবসূত সারাখসী ৩/৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم