ড. খলিলুর রহমান মাদানী

কারো থেকে বই নেওয়ার পর তা কোনোভাবে নষ্ট হয়ে গেলে কি জরিমানা দিতে হবে?

প্রশ্ন                                                                                         

আমি দুই সপ্তাহের জন্য আমার এক সহপাঠীর কাছ থেকে একটি বই নিয়েছিলাম পড়ার জন্য । ঐ বইটি আমি এক সপ্তাহের মধ্যই পড়ে শেষ করে ফেলি। পরে আমার আরেজন সহপাঠী ঐ বইটি আমার কাছে পড়ার জন্য চায়। যেহেতু তা ফেরত দেওয়ার এক সপ্তাহ বাকি ছিল তাই আমি তাকে ৪/৫ দিনের জন্য পড়তে দেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার রুমে আগুন লেগে বইটি পুড়ে যায়। প্রশ্ন হল, এখন আমাকে কি ঐ বইয়ের জরিমানা দিতে হবে?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

হ্যাঁ, আপনাকে ঐ বইয়ের ক্ষতিপূরণ দিতে হবে। কেননা আপনার সহপাঠীর স্পষ্ট অনুমতি ছাড়া অন্যকে পড়তে দেওয়া ঠিক হয়নি। এটি আমানতপরিপন্থী হয়েছে।  আর এরপর যেহেতু তা নষ্ট হয়েছে তাই আপনাকে এর ক্ষতিপূরণ দিতে হবে।

-শরহুল মাজাল্লা ৩/৩২১; খুলাসাতুল ফাতাওয়া ৪/২৯০

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم