স্বামী-স্ত্রীর মাঝে শুধু নির্জনবাস হলে কি পূর্ণ মোহর আবশ্যক হবে?
প্রশ্ন
জনৈক ব্যক্তি এক লক্ষ টাকা দেনমোহর ধার্য করে এক মহিলাকে বিয়ে করে। তাদের নির্জনবাস হয়েছে। কিন্তু তাদের মধ্যে সহবাস হয়নি। এ অবস্থায় লোকটি তাকে তালাক দেয়। জানতে চাই, ঐ ব্যক্তির উপর কি পূর্ণ দেন মোহর আদায় করা জরুরি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাঁ, প্রশ্নোক্তক্ষেত্রে স্বামীকে পূর্ণ মোহর আদায় করতে হবে। কেননা স্বামী-স্ত্রীর মাঝে মিলন না হলেও শুধু নির্জনবাসের দ্বারাই পূর্ণ মোহর ওয়াজিব হয়ে যায়। তবে যদি সহবাসের প্রতিবন্ধক কোনো ওজর থাকা প্রমাণিত হয় যেমন, স্ত্রী হায়েয অবস্থা থাকা বা উভয়ের কেউ যদি এমন অসুস্থ থাকে, যা সহবাসের প্রতিবন্ধক হয় তাহলে অর্ধেক মোহর আবশ্যক হবে।
-কিতাবুল আসল ৪/৪৩৬-৪৩৭; বাদায়েউস সানায়ে ২/৫৮৪, ৫৮৮; হেদায়া ফাতহুল কাদীর ৩/২১৭; আদ্দুররুল মুখতার ৩/১১৪, ১১৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم