ড. খলিলুর রহমান মাদানী

একাধিক ব্যক্তির জানাযার নামায একসাথে আদায় করা যাবে কি?

প্রশ্ন                                                                                         

কিছুদিন আগে আমাদের এলাকায় একই দিনে দুজন ব্যক্তি মারা যায়। তাদের জানাযার নামায একসাথে পড়ার ব্যবস্থা করা হয়। এতে কিছু মানুষ আপত্তি করে বলে যে, এক সাথে দুজনের জানাযার নামায পড়লে তা সহিহ হবে না। বরং প্রত্যেকের জানাযার নামায আলাদা পড়তে হবে। এই নিয়ে তুমুল ঝগড়া হয়। শেষ পর্যন্ত প্রত্যেকের জানাযার নামায পৃথকভাবে পড়া হয়। এখন আমার প্রশ্ন হল, একসাথে একাধিক মায়্যেতের উপর একবার জানাযার নামায পড়লে তা কি সহিহ হবে? নাকি প্রত্যেকের জন্য পৃথক নামায পড়তে হবে?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

একসাথে একাধিক জানাযা উপস্থিত হলে যথাসম্ভব প্রত্যেকের পৃথক পৃথক জানাযা নামায পড়াই উত্তম। তবে একাধিক মায়্যেতের জানাযা একসাথে পড়াও জায়েয আছে এবং এর দ্বারা সকলের জানাযা আদায় হয়ে যাবে। হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ (সা.) উহুদ যুদ্ধে দশ দশজন শহীদের জানাযা একত্রে পড়েছেন। (শরহু মাআনিল আসার ১/২৪২)

নাফে (রাহ.) থেকে বর্ণিত আছে, ইবনে উমর (রা.) নয়জন পুরুষ ও নারীর উপর একসাথে জানাযার নামায পড়েছেন।

-সুনানে কুবরা, বাইহাকী ৪/৩২; আলমাবসূত, সারাখসী ২/৬৫; কিতাবুল আসল ১/৩৫০; আলমুহীতুল বুরহানী ৩/৭৭; শরহুল মুনইয়া ৬০৬; খুলাসাতুল ফাতাওয়া ১/২২৪; আদ্দুররুল মুখতার ২/২১৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

বিষয়সমূহ