হজ্বের জন্য জমানো টাকার উপর কি যাকাত আবশ্যক হবে?
প্রশ্ন
আমি হজ্বের জন্য পাঁচ লক্ষ টাকা ব্যাংকে জমা করে রেখেছি। প্রায় তিন বছর যাবৎ এই টাকা আমার ব্যাংক একাউন্টে রাখা আছে। যাব যাব করে এখনো যাওয়া হয়নি। জানতে চাচ্ছি, এই টাকার উপর কি প্রতি বছর যাকাত দিতে হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
জ্বি হাঁ, হজ্বের উদ্দেশ্যে জমানো টাকার উপরও প্রতি বছর যাকাত দিতে হবে। বিগত দুই বছরের যাকাত না দেওয়া হলে সেটাও আদায় করতে হবে। এক্ষেত্রে নিয়ম হল, পূর্বের বছরের যাকাত বাদ দিয়ে পরবর্তী বছরের যাকাতের হিসাব বের করা। অতএব প্রথম বছরের যাকাত পাঁচ লক্ষ টাকার উপর ১২,৫০০/-, দ্বিতীয় বছরের যাকাত ৪,৮৭,৫০০/- টাকার উপর ১২,১৮৭.৫/- ও চলতি বছরের যাকাত ৪,৭৫,৩১২.৫/- টাকার উপর ১১,৮৮২.৮১/- টাকা আদায় করতে হবে। আর যত দ্রুত সম্ভব হজ্ব আদায় করে নিতে হবে। কেননা বিনা ওজরে হজ্ব আদায়ে বিলম্ব করা গুনাহ।
-ফাতহুল কাদীর ২/১১৮; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪০; ফাতাওয়া খানিয়া ১/২৫৫; আলবাহরুর রায়েক ২/২০৪; আদ্দুররুল মুখতার ২/২৫৯-২৬১, ৪৫৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم