ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে তালাক দিলে কি তালাক পতিত হবে?
প্রশ্ন
আমার ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস আছে। কিন্তু আমি কখনো এটা বুঝতে পারি না। তো গতকাল ঘুম থেকে ওঠার পর স্ত্রী বলছে, আমি নাকি ঘুমন্ত অবস্থায় ‘তোমাকে তালাক দিলাম’ কথাটি বলেছি। কিন্তু আমার এমন কিছু মনে পড়ে না। হুযুরের কাছে জানতে চাই, ঘুমের ঘোরে আমি কী বলেছি তা তো জানি না। এক্ষেত্রে কি আমার স্ত্রী তালাক হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ঘুমন্ত ব্যক্তির তালাক পতিত হয় না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে তালাক দিলেও তা পতিত হয়নি। হাদিস শরিফে আছে, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ، وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ.
‘তিন শ্রেণীর মানুষ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে; ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত, নাবালেগ বালেগ হওয়ার আগ পর্যন্ত ও পাগল ব্যক্তি সুস্থ হওয়ার আগ পর্যন্ত।’(সুনানে আবু দাউদ, হাদিস: ৩০১৬)
ইবরাহীম নাখায়ী (রাহ.) বলেন, ঘুমন্ত ব্যক্তির তালাক ধর্তব্য নয়।
-মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ১১৪২৫; কিতাবুল আসার ২/৪৫১; আলমুহীতুল বুরহানী ৪/৩৯১; শরহু মুখতাসারিত তহাবী ৫/১৩; রদ্দুল মুহতার ৩/২৪৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم