ড. খলিলুর রহমান মাদানী

সালামের উত্তর দেওয়ার বিধান কী?

প্রশ্ন                                                                                         

এমন অনেক মানুষ আছে যাদেরকে সালাম দিলে উত্তরই দেয় না। আবার অনেকে আওয়াজ ছাড়া শুধু ঠোঁট নাড়িয়ে উত্তর দেয়। আমার জানার বিষয় হল, সালামের জবাব দেওয়ার বিধান কী? এবং তা কি জোরে দেওয়া জরুরি, নাকি আস্তে দিলেও হবে?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

সালামের উত্তর দেওয়া ওয়াজিব। জবাব না দিলে ওয়াজিব লঙ্ঘনের গুনাহ হবে। আর সালাম প্রদানকারীকে জবাব শুনিয়ে দেওয়াও ওয়াজিব। তবে যদি দূরত্ব অথবা অন্য কোনো কারণে শুনিয়ে জবাব দেওয়া সম্ভব না হয় তাহলে জবাবের বাক্য উচ্চারণের পাশাপাশি হাত দ্বারা ইশারা করা যাবে এবং এর দ্বারা জবাব দেওয়ার হক আদায় হয়ে যাবে।

-তাফসীরে ইবনে আতিয়্যাহ ৪/১৯৬; তাফসীরে ইবনে কাসীর ১/৮০৬; আহকামুল কুরআন, ইবনুল আরাবী ১/৪৬৭; আলআযকার ৪০২; আলইখতিয়ার ৪/১৪৩; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৩৩; রদ্দুল মুহতার ১/১১৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم