শাওয়াল মাসের কিছু দিন মক্কা মুকাররমায় থাকার কারণে হজ্ব ফরজ হবে কি
প্রশ্ন
এক ব্যক্তি উমরা পালনের জন্য রমজান মাসে মক্কা শরিফ যায় এবং শাওয়াল মাসেরও কিছু দিন সেখানে অবস্থান করে। ইত্যবসরে ঐ ব্যক্তির ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এবং তার দেশে ফিরতে হয়। জানার বিষয় হলো, ঐ ব্যক্তির উপর হজ্ব ফরজ হয়েছে কি? ফরজ হয়ে থাকলে কীভাবে সে আদায় করবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নে বর্ণিত ব্যক্তির যদি হজ্বের সময় আহকাম আদায় করা পর্যন্ত সেখানে থাকার ব্যবস্থা থাকে তার উপর হজ্ব ফরজ হয়ে যাবে। কিন্তু যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ বছর হজ্ব আদায় করতে না পারে তাহলে সম্ভব হলে অন্যের মাধ্যমে মক্কা শরিফ থেকে হলেও বদলি হজ্ব আদায় করবে। অবশ্য পরবর্তীতে সক্ষম হলে নিজেই আবার ফরজ হজ্ব আদায় করে নিবে। এ ক্ষেত্রে পূর্বের বদলি হজ্ব নফল হিসেবে গণ্য হবে। ফাতাওয়া হিন্দিয়া ১/২১৮; রদ্দুল মুহতার ৩/৪৫৭; আহসানুল ফাতাওয়া ৪/৫২৯আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم