ড. খলিলুর রহমান মাদানী

বিবাহের আক্দ সম্পন্ন করার আগে ছেলে মেয়ে ফোনে কথা বলতে পারবে কি?

প্রশ্ন                                                                                         

আমি নিয়ত করে রেখেছি যে আমার ছেলেকে আমার এক বান্ধবীর মেয়ের সাথে বিয়ে করাব। মেয়ের পরিবারও এতে সম্মত আছে। কিন্তু ওরা দুজনই এখনও লেখাপড়া করছে। তাই ২-৩ বছরের  আগে বিয়ে করানোর কোনো পক্ষেরই ইচ্ছা নেই। এমতাবস্থায় তারা কি এখন থেকে শুধু ফোনে কথা বলতে পারবে? দয়া করে জানাবেন?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

কথাবার্তা চূড়ান্ত হলেও যে পর্যন্ত বিবাহের আক্দ সম্পন্ন না হবে সে পর্যন্ত তারা একে অপরের জন্য মাহরাম নয়। এ সময় তাদের পরস্পরের দেখা-সাক্ষাৎ, কথাবার্তা তথা অন্তরঙ্গতা কোনো কিছুই জায়েয নয়।

-উমদাতুল কারী ৭/২৭৯; আহকামুল কুরআন, জাস্সাস ৩/৩১৯; আলবাহরুর রায়েক ১/২৬৩; রদ্দুল মুহতার ৬/৩৬৯, ১/৪০৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم