ড. খলিলুর রহমান মাদানী

রাজা-প্রজা, আমির-মামুর, নেতা-কর্মীর সম্পর্ক ও কাজ।

#রাজা_প্রজা_আমির_মামুর_নেতা_কর্মীর সম্পর্ক ও কাজ:- 1. সুনির্দিষ্ট পরিকল্পনা-planning
2. স্তর মানুষ এই কাজের সুষ্ঠ বন্টন-Distribution 3. গভীরভাবে পর্যবেক্ষণ-monitoring 4. সকলেই সক্রিয়ভাবে কার্য সম্পাদনে ভূমিকা রাখা-actively working 5. সঠিক তদারকি-supervision 6. প্রয়োজনীয় পরিশোধন ও পরিমার্জন-rectify and purification 7. সকল ক্ষেত্রে ইসলামী নীতির পূর্ণ অনুসরণ-Islamization 8. সকল কর্ম তৎপরতা পূর্ণ ইখলাস ও আন্তরিকতা সহকারে বাস্তবায়ন-Ikhlas 9. দায়িত্বশীল ও কর্মী বাহিনী প্রত্যেকেই প্রত্যেকের জন্য দু'য়া করা। *দায়িত্বশীলদের জন্য শহীদ হাসানুল বান্নার ঐতিহাসিক ভাষণ* :-আগামী দিনের তামাম পৃথিবীর ইসলামী আন্দোলনের সংগঠন সমূহের জন্য হেদায়েত-১.সংগঠনের অফিস শুধু অফিস হিসাবে ব্যবহার হবে ২.সংশ্লিষ্ট দায়িত্বশীল তাঁর দায়িত্ব পালন করে বাসায় চলে যাবেন ৩.কোন উপরের দায়িত্বশীল অফিসে অতিরিক্ত রুম থাকিলে সেখানে বসবাস করিবেন না। *এ কাজের লাভ সমুহ* ১.উক্ত অফিস গীবতের সেন্টারে পরিনত হবে না ২. উক্ত অফিস গ্রফিং এর সেন্টারে পরিণত হবে না। ৩. উক্ত অফিস বৈকালিক আড্ডার অফিসে পরিণত হবে না। [তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে একটি খাস অনুষ্ঠানের বক্তব্য ২৮ সেপ্টেম্বর'২৪]