ইসলামিক ফাউন্ডেশনের বইমেলা উদ্বোধন হলো।
https://youtu.be/Rb17cOFEUSI?si=UsW0TM6tRc_16Tqh
ইসলামিক ফাউন্ডেশনের বইমেলা উদ্বোধন হলো। এবারের বইমেলায় অন্যরকম প্রাণ পাবেন ইনশাআল্লাহ। পুস্তক প্রকাশক ও বিক্রেতাগণ সমন্বিতভাবে সমানতালে বায়তুল মোকাররমের পূর্ব চত্বর এবং দক্ষিণ চত্বরে বর্ণনা সাজে সাজিয়েছেন আপন আপন স্টল। বিগত ১৭ বছর ছিল বইমেলার নামে কতিপয় ব্যক্তি পূজা ও নিষ্প্রাণ এক আয়োজন। সেখান থেকে এ জাতীয় উদ্ধার হল আলহামদুলিল্লাহ মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করছেন মাননীয় ধর্ম উপদেষ্টা, সাথে আমরা ক'জন আল্লাহর গোলাম, ধর্ম সচিব, ইফা ডিজিসহ শীর্ষ উলামায়েকেরাম। আল্লাহ তাআলা নবসাজে সজ্জিত এই বইমেলা কে কবুল করুন এবং ভবিষ্যতে সহরাতে উদ্যানের মতন স্থানে আন্তর্জাতিক মানের বইমেলা আয়োজন করার জন্য তৌফিক দান করুন। আমীন।