ড. খলিলুর রহমান মাদানী

তাওয়াফ ও সাঈর চক্কর নিয়ে সন্দেহ হলে করণীয়।

প্রশ্ন                                                                                         

অনেক সময় তাওয়াফ ও সাঈর চক্কর নিয়ে সন্দেহ হয় যে, কয়টি চক্কর হল। তো তাওয়াফ ও সাঈর চক্করের ব্যাপারে সন্দেহ হলে কী করণীয়? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

তাওয়াফ ও সাঈ আদায়কারীর কয় চক্কর হয়েছে এ নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে কম সংখ্যাটি ধরে নিয়ে সাত বার পূর্ণ করবে।

উল্লেখ্য যে, গণনার সুবিধার্থে ৭ দানার তাসবীহ হাতে রাখতে পারবেন।

-মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, বর্ণনা ১৩৫২৪; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ১৬৬; আলবাহরুল আমীক ২/১২৩০; রদ্দুল মুহতার ২/৪৯৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم