ড. খলিলুর রহমান মাদানী

পড়াশোনার জন্য ক্রয়কৃত কিতাবাদির উপর কি যাকাত ওয়াজিব হবে?

প্রশ্ন                                                                                         

আমি মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি ছোট একটা ব্যবসা করি। পরিবারের প্রয়োজনে খরচ করার পর বছরের শেষে স্বাধারণত আমার কাছে ১০-১৫ হাজার টাকা বেঁচে থাকে। এ ছাড়া আমার আর কোনো সম্পদ নেই। তবে আমার সংগ্রহে আরবী, উর্দূ ও বাংলা মিলিয়ে বেশকিছু কিতাব আছে। যার ক্রয়মূল্য প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা। আমার জানার বিষয় হল, উক্ত কিতাবগুলোর কারণে কি আমার উপর যাকাত ওয়াজিব হবে?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

আপনার উপর যাকাত ফরয নয়। আর আপনার সংগ্রহে যে কিতাবাদি আছে তা যেহেতু আপনার পড়াশোনার জন্য; ব্যবসার জন্য নয়, তাই এর উপরও যাকাত ফরয নয়।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, সামারকান্দি, পৃ. ১০৯; আততাজনীস ওয়াল মাযীদ ২/৩৩৫; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৫৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪০; রদ্দুল মুহতার ২/২৬৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم