ড. খলিলুর রহমান মাদানী

হায়েয অবস্থায় যিকির করা যাবে।

প্রশ্ন                                                                                         

আমি নিয়মিত কুরআন তিলাওয়াত করে থাকি। কিন্তু মাসিকের সময় কুরআন তিলাওয়াত থেকে বিরত থাকি। আমি জানতে চাচ্ছি, মাসিক অবস্থায় কি আমি যিকির-আযকার ও তাসবিহাত আদায় করতে পারব?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

হাঁ, হায়েয অবস্থায় যিকির-আযকার, তাসবীহাত ও দুআ-দরূদ পড়া জায়েয। কিন্তু কুরআন কারীম পড়া যাবে না। মা‘মার ( রাহ.) বলেন-

سَأَلْتُ الزّهْرِيّ، عَنِ الْحَائِضِ وَالْجُنُبِ أَيَذْكُرَانِ اللهَ؟ قَالَ: نَعَمْ، قُلْتُ: أَفَيَقْرَآنِ الْقُرْآنَ؟ قَالَ: لَا.

আমি যুহরীকে জিজ্ঞাসা করলাম, ঋতুমতী নারী ও গোসল ফরয হয়েছে এমন ব্যক্তি কি আল্লাহর যিকির করতে পারবে? তিনি বললেন, হাঁ, পারবে। আমি বললাম, তারা কি কুরআন পড়তে পারবে? তিনি বললেন, না পারবে না। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা: ১৩০২) ইবরাহীম নাখায়ী (রাহ.) বলেন-

الْحَائِضُ وَالْجُنُبُ يَذْكُرَانِ اللهَ وَيُسَمِّيَانِ.

ঋতুমতী নারী ও গোসল ফরয হয়েছে এমন ব্যক্তি আল্লাহর যিকির করতে পারবে এবং বিসমিল্লাহ বলতে পারবে। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা: ১৩০৫) হযরত ইবনে জুরাইজ (রাহ.) বলেন-

قُلْتُ لِعَطَاءٍ: الْحَائِضُ وَالْجُنُبُ يَذْكُرَانِ اللهَ؟ قَالَ: نَعَمْ.

আমি আতা (রাহ.)-কে জিজ্ঞাসা করলাম, ঋতুমতী নারী ও গোসল ফরয হয়েছে এমন ব্যক্তি কি আল্লাহর যিকির করতে পারবে? তিনি বললেন, হাঁ, পারবে। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা: ১৩০৪)   -ফাতহুল কাদীর ১/১৪৯; রদ্দুল মুহতার ১/২৯৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৭৭; আলজাওহারাতুন নাইয়িরা ১/৩৯

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم