শরীরের অবাঞ্চিত পশম কতদিন পর পর পরিষ্কার করতে হয়?
প্রশ্ন
শরীরের অবাঞ্চিত পশম কতদিন পর পর পরিষ্কার করতে হয়?উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
বগল ও নাভির নিচের পশম ইত্যাদি প্রতি সপ্তাহে একবার কাটা উচিত। তা না পারলে অন্তত পনেরো দিনে একবার কাটবে। কোনো কারণে বিলম্ব হলে ৪০ দিনের আগে আগে অবশ্যই কাটবে। কারণ ৪০ দিনের বেশি বিলম্ব করা নিষেধ। আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-وُقِّتَ لَنَا فِي قَصِّ الشّارِبِ، وَتَقْلِيمِ الْأَظْفَارِ، وَنَتْفِ الْإِبِطِ، وَحَلْقِ الْعَانَةِ، أَنْ لَا نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ لَيْلَةً.
নখ, গোঁফ কাটা এবং বগল ও নাভির নিচের পশম ইত্যাদি কাটার ব্যাপারে আমাদের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে যে, আমরা যেন সেগুলো ৪০ দিনের অধিক রেখে না দিই। (সহিহ মুসলিম, হাদিস: ২৫৮; সুনানে নাসায়ী, হাদিস: ১৫৮) -শরহে মুসলিম, নববী ৩/১৪৮আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم