জুমার দিন কি সফরে বের হওয়া যায় না?
প্রশ্ন
আমি শুক্রবার সফরে বের হওয়ার সিদ্ধান্ত নেই। তো আমার এক বন্ধু বলল, জুমার দিন নাকি সফরে বের হওয়া মাকরুহ। তার কথা কি ঠিক আছে?উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মাসআলাটি এত ব্যাপক নয়; বরং এক্ষেত্রে সঠিক মাসআলা হল, পথে জুমার নামায পড়া সম্ভব না হলে জুমার ওয়াক্ত হওয়ার পর শরীয়তসম্মত ওজর ছাড়া সফরে বের হওয়া মাকরূহে তাহরীমী। আর জুমার দিন জুমার ওয়াক্ত হওয়ার আগে এবং জুমার পরে সফরে বের হতে কোনো অসুবিধা নেই। তদ্রুপ পথে জুমার নামায পড়ার সুযোগ থাকলে জুমার ওয়াক্ত হওয়ার পরও সফরে বের হওয়ার অনুমতি আছে। -মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৫৫৩৬; আলমুহীতুল বুরহানী ২/৪৬৯; আততাজরীদ, কুদুরী, ২/৯৪০; রদ্দুল মুহতার ২/১৬২; আলহাবিল কুদসী ১/২৪১; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৮৩; শরহুল মুনইয়া, পৃ. ৪৬৫আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم