গীবত
প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শাশুড়ী বউয়ের নামে ছেলের কাছে সবসময় গিবত করে। উনার এই কাজ কি এটা ঠিক?উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কারো জন্যই গীবত করা জায়েজ নয়। বরং তা যে কারো জন্যই সম্পূর্ণরূপে হারাম। শাশুড়ি যেভাবে পুত্রবধূর নামে গীবত করা ঠিক নয়, ঠিক তেমনিভাবে পুত্রবধূকেও শাশুড়ির প্রতি আদব-সম্মান বজায় রাখা জরুরি এবং পুত্রবধূর জন্যেও শাশুড়ির গীবত করা জায়েজ হবে না। একবার রাসূলুল্লাহ (সা.) দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তিনি বললেন,إِنَّهُمَا يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبيرٍ ! بَلَى إِنَّهُ كَبِيرٌ : أَمَّا أَحَدُهُمَا، فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ، وَأَمَّا الآخَرُ فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ
ঐ দুই কবর-বাসীর আযাব হচ্ছে। অবশ্য ওদেরকে কোন বড় ধরনের অপরাধের কারণে আযাব দেওয়া হচ্ছে না। [তারপর বললেন,] হ্যাঁ, অপরাধ তো বড়ই ছিল। ওদের একজন চুগলী করে বেড়াত। আর অপরজন পেশাবের ছিটা থেকে বাঁচত না।(সহিহ বুখারি, হাদিস: ২১৬, ২১৮; সহিহ মুসলিম, হাদিস: ২৯২)আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم