ড. খলিলুর রহমান মাদানী

পুরুষের জন্য রুপার আংটি ব্যবহারের বিধান

প্রশ্ন                                                                                            

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ , আমি জানি ইসলামে পুরুষের জন্য রুপার আংটি ব্যবহার করার অনুমতি আছে। এখন জানার বিষয় হলো, ক. রুপার আংটি ব্যবহারের ক্ষেত্রে কি নির্দিষ্ট কোনো পরিমাণ আছে ? থাকলে সর্বোচ্চ কতটুকু পরিমাণ ওজনের রুপার আংটি ব্যবহার করা যাবে? খ. রুপার আংটির মধ্যে কোনো প্রকার পাথর লাগানো যাবে কি?

উত্তর                                                                                         

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

ক. পুরুষের জন্য রুপার আংটি ব্যবহার করা জায়েয আছে। এক্ষেত্রে পরিমাণে হলো, এক মিস্কালের কম হতে হবে। বুরায়দা (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন-

اتَّخِذْهُ مِنْ وَرِقٍ، وَلَا تُتِمَّهُ مِثْقَالًا.

এক ‘মিস্কাল’ ওযনের কম রুপা দিয়ে আংটি তৈরি করে তা ব্যবহার করো। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪২২৩) এক মিস্কাল হল ৪.৩৭৪ গ্রাম। সুতরাং আংটি ব্যবহার করতে চাইলে ৪.৩৭৪ গ্রামের কম ওজনের রুপার আংটি ব্যবহার করতে হবে। খ. হাঁ, রুপার আংটির ওপর পাথর বসানো জায়েয আছে। এতে অসুবিধা নেই।   -আলমুহীতুল বুরহানী ৮/৫০; আদ্দুররুল মুখতার ৬/৩৬০; রদ্দুল মুহতার ৬/৩৬১; বুস্তানুল আরিফীন, সমরকান্দী, পৃ. ৮১; ইলাউস সুনান ১৭/৩২৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم