ড. খলিলুর রহমান মাদানী

মৃত-প্রসবিত সন্তানের ফজিলত

প্রশ্ন                                                                                                  

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, “কোন শিশু জন্মের আগে মারা গেলে  সেই শিশুর বাবা-মা কে সে জান্নাতে তাদের হাত ধরে টেনে নিয়ে জাবে” এমন কোন সহিহ হাদিস ইসলামে আছে?

উত্তর                                                                                                

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

কোনো মায়ের গর্ভে  সন্তান ইন্তেকাল করলেও তার অনেক  ফজিলত আছে। আর সেই ফজিলত পাওয়ার জন্য শর্ত হলো, পিতা-মাতাকে ইমানের সাথে মৃত্যুবরণ করতে হবে। হাদিস শরিফে এসেছে- وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ مُسْلِمَيْنِ يُتَوَفَّى لَهُمَا ثَلَاثَةٌ إِلَّا أَدْخَلَهُمَا اللَّهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمَا» . فَقَالُوا: يَا رَسُولَ الله أَو اثْنَان؟ قَالَ: «أواثنان» . قَالُوا: أَوْ وَاحِدٌ؟ قَالَ: «أَوْ وَاحِدٌ» . ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ السِّقْطَ لَيَجُرُّ أُمَّهُ بِسَرَرِهِ إِلَى الْجَنَّةِ إِذَا احْتَسَبَتْهُ» . رَوَاهُ أَحْمَدُ হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) বলেন, রাসূল (সা.) বলেছেন: যে কোন মুসলমান পিতা মাতার তিনটি সন্তান মারা যাবে নিশ্চয় তাদেরকে আল্লাহ্ তা'আলা তাঁর অনুগ্রহ ও রহমতের দ্বারা বেহেশতে প্রবেশ করাবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ্! অথবা যদি দুইটি সন্তান মারা যায় ? হুযূর (সা.) বললেন: অথবা যদি দুইটি সন্তান মারা যায়। অতঃপর তারা জিজ্ঞাসা করলেন, অথবা যদি  একটি সন্তান মারা যায় ? তিনি বললেন: অথবা যদি একটি সন্তান মারা যায়। অতঃপর হুযূর (সা.) বললেন: খোদার কসম, একটি মৃত-প্রসবিত সন্তানও তার মাকে আপন নাভী-লতা দ্বারা বেহেশতের দিকে টেনে নিয়ে যাবে—যদি সে (সবর করে এবং) সওয়াবের আশা রাখে।  মুসনাদে আহমদ, হাদিস:২১৬১১  

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم