ড. খলিলুর রহমান মাদানী

আযানের সময় কথা বললে কি নেক আমল ঝড়ে যায়

প্রশ্ন                                                                                                  

এক ব্যক্তিকে বলতে শুনলাম, আযানের সময় কথা বললে নেক আমল ঝড়ে যায়। জানতে চাচ্ছি, কুরআন হাদিসে এ ব্যাপারে কিছু বর্ণিত হয়েছে কি?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আযানের জবাব দেওয়া মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

إِذَا سَمِعْتُمْ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ

‘তোমরা যখন আযান শুনবে তখন মুআযযিন যা বলবে তোমরাও তা বলবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৬১১]

কাজেই আযান চলা অবস্থায় কথা না বলে আযানের জবাব দিবে। তবে আযান চলা অবস্থায় কথা বললে নেক আমল ঝড়ে যায় মর্মে কুরআন হাদিসে কোনো কিছূ বর্ণিত হয়নি। কাজেই এ জাতীয় ভিত্তিহীন কথা বলা থেকে বিরত থাকা কর্তব্য।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم