ড. খলিলুর রহমান মাদানী

জন্মের পর রাসূল (সা.)-কে কি পুরো বিশ্ব ভ্রমণ করানো হয়েছিল

প্রশ্ন                                                                                                  

রাসূল (সা.) যখন জন্ম গ্রহণ করেছিলেন, তখন কি তাকে পুরো বিশ্ব ভ্রমণ করানো হয়েছিল?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

খাসায়েসুল কুবরা নামক কিতাবে আল্লামা জালালুদ্দিন সুয়ূতি (রহ.) একটি রেওয়ায়েত এনেছেন। উক্ত রেওয়ায়েতে রয়েছে যে, রাসূল (সা.)-এর জন্মের পর তাকে পুরো বিশ্ব ভ্রমণ করানো হয়েছিল। তবে উক্ত রেওয়ায়েত উল্লেখ করার পর আল্লামা জালালুদ্দিন সুয়ূতি (রহ.) বলেন,

‘উক্ত রেওয়ায়েত ও তার পূর্ববর্তী দুইটি রেওয়ায়েতের ব্যাপারে মারাত্মক পর্যায়ের অগ্রহণযোগ্যতা রয়েছে। উক্ত রেওয়ায়েতগুলোর চেয়ে অধিক অগ্রহণযোগ্য কোনো রেওয়ায়েত আমি আমার কিতাবে উল্লেখ করিনি এবং এ জাতীয় রেওয়ায়েত উল্লেখ করতে আমি আগ্রহীও নই। শুধু হাফেজ আবু নুআইম (রহ.)-এর অনুসরণার্থে আমি তা উল্লেখ করেছি।’ [খাসায়েসুল কুবরা ১/৮৩]

হাফেজ ইবনে কাসীর (রহ.)-ও উক্ত রেওয়ায়েতকে চূড়ান্ত পর্যায়ের বিরল বলেছেন। [আল বিদায়া ওয়ান নিহায়া ৬/২৯৯]

কাজেই রাসূল (সা.)-এর জন্মের পর তাকে পুরো বিশ্ব ভ্রমণ করানোর যে রেওয়ায়েত পাওয়া যায় তা মুহাদ্দিসিনদের নিকট গ্রহণযোগ্য নয়।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم