স্ত্রীর বাবা স্বতঃস্ফূর্তভাবে উপহার দিলে কি নেওয়া যাবে
প্রশ্ন
আমার শ্বশুর আমাকে স্বতঃস্ফূর্তভাবে একটা আলমারি দিতে চাচ্ছে। আমি কি তা নিতে পারব?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি শর্তের কারণে কিংবা সামাজিক প্রচলনের কারণে বাধ্য না হয়ে স্বতঃস্ফূর্তভাবে দেয় তাহলে নেওয়া যাবে। অন্যথায় নেওয়া যাবে না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন- لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ কারও সম্পদ তার স্বতঃস্ফূর্ত সন্তুষ্টি ব্যতিত বৈধ হবে না। [মুসানাদে আহমাদ, হাদিস: ২০৬৯৫] ফিকহুন নাওয়াযিল ৩/৩৪৮-৩৫৩আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم