কুরআন শরিফের নামে কসম করা যাবে কি
প্রশ্ন
কসমের সময় যদি এভাবে বলে যে, কুরআন শরিফে কসম করে বলছি তাহলে কি জায়েয হবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআন মাজিদের কসম করা বৈধ নয়। হাদিসে এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। হাদিস শরিফে এসেছে- عَنْ سَهل بْنِ مِنْجَابٍ قَالَ : مَنْ حَلَفَ بِسُورَةٍ مِنَ الْقُرْآنِ لَقِيَ اللَّهَ بِعَدَدِ آيِهَا خَطَايَا. সাহাম ইবনে মিনজাব (রহ.)থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি কুরআন মাজিদের কোন একটি সূরার কসম করবে সে ঐ সূরার প্রত্যেকটি আয়াতের বদলায় একটি করে গুনাহ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাত করবে। [মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস:১২৩৬০] তবে কুরআন মাজিদের কসম নাজায়েয হলেও কসম করার দ্বারা কসম সংঘটিত হয়ে যাবে। ফাতাওয়া হিন্দিয়া ২/৫৩; আদ্দুররুল মুখতার ৩/৭১৩আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم