লেমেনেটিং করা আয়াতের কাগজে ওজু ছাড়া হাত দেওয়া যাবে কি
প্রশ্ন
আমাদের বাসায় লেমেনেটিং করা কাগজে বিভিন্ন আয়াত ও সূরা লেখা রয়েছে। এগুলো দেয়ালে টাঙ্গানো রয়েছে। পরিষ্কার করার সময় এগুলো ধরতে হয়। তাই জানতে চাই, ওজু ছাড়া এগুলো ধরা যাবে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কাগজের যে অংশে কুরআনের আয়াত রয়েছে সে অংশে ওজু ছাড়া স্পর্শ করা যাবে না। তবে আয়াতের বাহিরের অংশ ওজু ছাড়া স্পর্শ করা যাবে। অবশ্য এ ক্ষেত্রেও ওজুর সাথেই স্পর্শ করা উচিত। আদ্দুররুল মুখতার ১/১৭৩, ২৯৩; আলবাহরুর রায়েক ১/২০১আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم