অষুধ ব্যবহার করে ইঁদুর মারা যাবে কি
প্রশ্ন
আমাদের ঘরে প্রচুর ইঁদুর। কাপড়চোপড় বইখাতা সব কেটে ফেলছে। এখন অষুধ ব্যবহার করে্ ইঁদুর মারা যাবে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, অষুধ ব্যবহার করে ইঁদুর মারা যাবে। ইবরাহিম নাখায়ি (রহ.) বলেন- عَنْ إبْرَاهِيمَ قَالَ : إذَا آذَاك النَّمْلَ فَاقْتُلْهُ. পিঁপড়া তোমাকে কষ্ট দিলে তুমি তা মেরে ফেলতে পার। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ২৭১৮৯] যেহেতু ইঁদুরগুলো আপনাদেরকে কষ্ট দিচ্ছে তাই অষুধ ব্যবহার করে তা মারা যাবে। আলবাহরুর রায়েক ৮/২০৪; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৬১আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم