নারীদের নিজ হাতে কুরবানি করতে কোন সমস্যা আছে কি
প্রশ্ন
কোন নারী যদি নিজ হাতে তার কুরবানি করে তাহলে শরিয়তে কোন সমস্যা আছে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এতে কোন সমস্যা নেই। বরং শরিয়ত নিজ কুরবানি নিজ হাতে করার জন্য উদ্বুদ্ধ করে। হাদিস শরিফে এসেছে, আবদুল্লাহ ইবনে কাব (রা.) তার পিতা কাব (রা.) থেকে বর্ণনা করেন, এক মহিলা ধারাল পাথর দ্বারা ছাগল যবেহ করেন, অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি তা খেতে বললেন। [সহিহ বুখারি ২/৮২৭] খুলাসাতুল ফাতাওয়া ৪/৩০৫; শরহু মুখতাসারিত তহাবী ৭/৩০৩; আদ্দুররুল মুখতার ৬/২৯৭আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم