কসমের কাফফারার ব্যয় বহন করতে না পারলে কী করবে
প্রশ্ন
আমি ছাত্র। একবার কসম করে কসম ভঙ্গ করে ফেলি। কিন্তু এখন আমার ইনকাম নেই। তাই আমি কীভাবে কাফফারা আদায় করব?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কাফফারা আদায়ের নিয়ম হল, দশজন মিসকীনকে দু বেলা আহার করানো অথবা তাদেরকে এক জোড়া পোশাক দেওয়া। যদি তার সামর্থ্য না থাকে তাহলে তিনটি রোজা রাখা। আপনার যদি উক্ত দুটি পন্থা অবলম্বনের অর্থ না থাকে তাহলে আপনি রোজা রাখতে পারেন। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন- لَا یُؤَاخِذُکُمُ اللّٰهُ بِاللَّغۡوِ فِیۡۤ اَیۡمَانِکُمۡ وَ لٰکِنۡ یُّؤَاخِذُکُمۡ بِمَا عَقَّدۡتُّمُ الۡاَیۡمَانَ ۚ فَکَفَّارَتُهٗۤ اِطۡعَامُ عَشَرَۃِ مَسٰکِیۡنَ مِنۡ اَوۡسَطِ مَا تُطۡعِمُوۡنَ اَهۡلِیۡکُمۡ اَوۡ کِسۡوَتُهُمۡ اَوۡ تَحۡرِیۡرُ رَقَبَۃٍ ؕ فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ ثَلٰثَۃِ اَیَّامٍ ؕ ذٰلِکَ کَفَّارَۃُ اَیۡمَانِکُمۡ اِذَا حَلَفۡتُمۡ ‘আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অর্থহীন কসমের ব্যাপারে, কিন্তু যে কসম তোমরা দৃঢ়ভাবে কর সে কসমের জন্য তোমাদেরকে পাকড়াও করেন। সুতরাং এর কাফফারা হল দশ জন মিসকীনকে খাবার দান করা, মধ্যম ধরনের খাবার, যা তোমরা স্বীয় পরিবারকে খাইয়ে থাক, অথবা তাদের বস্ত্র দান, কিংবা একজন দাস-দাসী মুক্ত করা। অতঃপর যে সামর্থ্য রাখে না তবে তিন দিন সিয়াম পালন করা। এটা তোমাদের কসমের কাফ্ফারা, যদি তোমরা কসম কর।’ [সূরা মায়েদা, আয়াত: ৮৯] ফাতাওয়া হিন্দিয়া ২/৫৩; বাদায়েউস সানায়ে ৩/৩০আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم