ড.মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী একজন ইসলামী স্কলার, গবেষক, লেখক, শিক্ষক, ইসলামী আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ বেতার, বিটিভি, এনটিভি, আরটিভি, একুশে টিভি, বৈশাখী টিভি, বাংলাভিশন, চ্যানেল আই, মাইটিভি, এনটিএন বাংলা, ইন্ডিপিডেন্ট টিভি, যমুনা টিভি, চ্যালেন নাইন, মোহনা টিভি, ইসলামিক টিভি সহ বিভিন্ন মিডিয়ায় ইসলাম ও জীবন ঘনিষ্ঠ বিষয়ে আলোচনা করে থাকেন।