ইকো মেশিন ব্যবহার করা যাবে কি
প্রশ্ন
কণ্ঠস্বরকে সুন্দর করার ইকো মেশিন, যা এক ধরনের যন্ত্র বিশেষ, যার সাহায্যে কণ্ঠস্বরকে সুন্দর করা হয়। আওয়াজে প্রতিধ্বনি বা ঢেউ তোলা যায়। স্বর মোটা-চিকন করা যায়। আওয়াজে ঝনঝনানি অনুভব হয়। শরিয়তের দৃষ্টিতে এ মেশিন বাদ্যযন্ত্রের অন্তর্ভুক্ত কিনা?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বাদ্যযন্ত্র বলা হয় যার বিশেষ আওয়াজ আছে এবং উক্ত আওয়াজের উদ্দেশ্যে ঐ যন্ত্র ব্যবহার করা হয়। আর যদি যন্ত্রের দ্বারা তার আওয়াজ উদ্দেশ্য না হয় বরং কণ্ঠস্বর সুন্দর অথবা ছোট-বড় বা মোটা-চিকন ইত্যাদি করা উদ্দেশ্য হয় তাহলে এটা বাদ্যযন্ত্রের অন্তর্ভুক্ত হবে না। সুতরাং প্রশ্নে বর্ণিত ইকো মেশিন বাদ্যযন্ত্রের অন্তর্ভুক্ত হবে না। আদদুররুল মুখতার ৬/৩৪৯, জাওয়াহিরুল ফিকহ ৪/৭০আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم