ড. খলিলুর রহমান মাদানী

দশ মাস বয়সের দুম্বা দ্বারা কুরবানি করা যাবে কি

প্রশ্ন                                                                                                  

দশ মাস বয়সী দুম্বা দ্বারা কুরবানি করতে চাইলে করা যাবে কি?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

দুম্বা-ভেড়া এগুলোর ক্ষেত্রে নিয়মত হল, এক বছর বয়সী হওয়া। তবে যদি ছয় বছর বয়সী দুম্বা-ভেড়াকে দেখতে এক বছর বয়সী মনে হয় তাহলে তা দিয়েও কুরবানি করা যাবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন- لَا تَذْبَحُوا إِلَّا مُسِنَّةً إِلَّا أَنْ تَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنْ الضَّأْنِ ‘উট পাঁচ বছর পূর্ণ হয়ে ষষ্ঠ বছরে উপনীত না হলে আর গরু-মহিষ দু বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পদার্পণ না করলে আর ছাগল-ভেড়ার এক বছর পূর্ণ না হলে তোমরা তা দ্বারা কুরবানি করো না। তবে এ বিষয়টি যদি তোমাদের জন্য কঠিন হয় তাহলে ছয়মাসের দুম্বা, ভেড়া কুরবানি করতে পারবে।’ [মুসনাদে আহমদ, হাদিস: ১৪৩৪৮] আলমুহীতুল বুরহানী ৮/৪৬৬; আলবাহরুর রায়েক ৮/১৭৭; আদ্দুররুল মুখতার ৬/৩২২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم