ড. খলিলুর রহমান মাদানী

ঈদ কার্ড ও ওলিমার দাওয়াতনামা ছাপানো ও বিলি করা

প্রশ্ন                                                                                                  

ঈদ কার্ড ও ওলিমার দাওয়াতনামা ছাপানো ও বিলি করা সম্পর্কে ইসলামের বিধান কি?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

শরয়ি উৎসব পালন করতে হবে শরিয়তের নির্ধারিত সীমারেখায় থেকেই। এর বাহিরে যাওয়ার সুযোগ নেই। কিছু শর্তের প্রতি লক্ষ্য রাখলে ঈদ কার্ড ও ওলিমার দাওয়াতনামা ছাপানো ও বিলি করতে কোনো অসুবিধা নেই। তা হল, ১. নিছক আনন্দ উৎযাপন ও মানুষকে খুশি করার উদ্দেশ্যে হতে হবে ২. এক্ষেত্রে অপব্যয় করা যাবে না ৩. নিজের বড়ত্ব ও অহংকার প্রকাশের লেশমাত্র থাকতে পারবে না। অন্যথায় তা বৈধ হবে না। কারণ, আল্লাহ তাআলা অহংকার প্রকাশ ও অপব্যয়কে হারাম করে দিয়েছেন। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا ۞ إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ ‘আর কিছুতেই অপব্যয় করো না। নিশ্চয় যারা অপব্যয় করে, তারা শয়তানের ভাই।’ [সূরা বনি ইসরাইল, আয়াত: ২৭-২৮] অন্য আয়াতে ইরশাদ হচ্ছে, إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ ‘নিশ্চয় আল্লাহ কোন উদ্ধত, অহংকারীকে ভালবাসেন না।’ [সূরা লুকমান, আয়াত: ১৮]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم