ড. খলিলুর রহমান মাদানী

মুসলমানির অনুষ্ঠান কি বৈধ

প্রশ্ন                                                                                                  

আমাদের সমাজে প্রচলিত রয়েছে, কোন বাচ্চাকে মুসলমানি করানো হলে একটি ভোজসভা করা হয়। এটি কি বৈধ আছে?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

সাধারণ দাওয়াতের মতই মুসলমানি উপলক্ষে দাওয়াত দেওয়াও বৈধ। তবে এটাকে রসম বানিয়ে ফেললে তা ঠিক হবে না। হাদিস শরিফে এসেছে- আবদুল্লাহ ইবনে উমর (রা.)-এর পুত্র সালেম (রহ.) বলেন, আমার বাবা আমার এবং নুআইম ইবনে আবদুল্লাহর খতনা করলেন। তিনি এ উপলক্ষে একটি ভেড়া জবাই করলেন। আর আমরা এর গোশত কেটে কেটে বাচ্চাদেরকে দিতে থাকলাম। [মুসান্নাফে ইবনে আবি শাইবা ৯/৩৪১] ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১৭৬; আলমুগনী ১০/২০৭; আলইসতিযকার ১৬/৩৫১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم