ড. খলিলুর রহমান মাদানী

গভঃমেন্ট পেনশন স্কীম কি হালাল

প্রশ্ন                                                                                                  

আমার দাদা গভঃমেন্ট পেনশন স্কীম গ্রহণ করেছে। এটা কি বৈধ?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, গভঃমেন্ট পেনশন স্কীম সুদী স্কীম। আল্লাহ তাআলা বলেন- وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। [সূরা বাকারা, আয়াত: ২৭৫] তাই এটি গ্রহণ করা বৈধ নয়। সুতরাং আপনার দাদার কর্তব্য হল, এই স্কীমটি বাতিল করা এবং এর জন্য তাওবা ও ইস্তেগফার করা। সাথে সাথে যদি এই স্কীম থেকে কোন লাভ গ্রহণ করে থাকেন তাহলে তাও সওয়াবের নিয়ত ছাড়া দরিদ্রদের মাঝে সদকা করে দেওয়া। সূরা বাকারা: ২৭৫; আহকামুল কুরআন, জাসসাস ১/৪৬৫; তাফসীরে তবারী ৩/১০৪;

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم