কাগজকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করা যাবে কি
প্রশ্ন
আমার একটি ছোট হোটেল আছে। সেখানে খাওয়ার পর হাত মোছার জন্য কাগজের টুকরা রাখা হয়। হাত মোছার জন্য এমন কাগজের টুকরা রাখা যাবে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কাগজ একটি সম্মানিত বস্তু। এটি ইলম অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। আর এমন কাজে তা ব্যবহার করলে তার মর্যাদাহানি হয়। তাই কাগজকে এ ধরনের কাজে ব্যবহার করা অনুচিত। আপনি এর পরিবর্তে টিস্যু পেপার রাখতে পারেন। আলমুহীতুল বুরহানী ৮/১২৮; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/২৮৩; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২২আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم