ফরজ গোসলে শরীর থেকে পানির ছিটা বালতিতে পড়লে তা দিয়ে গোসল শেষ করা যাবে কি
প্রশ্ন
গতকাল আমি গোসল করার সময় আমার শরীর থেকে পানির ছিটা বালতিতে পড়েছে। আমি তা দিয়েই গোসল শেষ করেছি। আমার কি গোসল হয়েছে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
প্রশ্নোক্ত কারণে বালতির পানি নাপাক হয়নি এবং আপনার গোসলেও কোন সমস্যা হয়নি। তাবেয়ি যুহরী (রহ.) বলেন- عن معمر قال :سألت الزهري عن رجل يغتسل من الجنابة فينتضح في الاناء من جلده ، فقال : لا بأس به . জুহরী (রহ.) কে শরীর থেকে পড়া পানির ছিটা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: কোন সমস্যা নেই। [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৩১১] তবে শরীরে যদি বাহ্যিক নাপাক থাকে আর সেখান থেকে লেগে পানির ছিটা বালতিতে পড়ে তাহলে তা নাপাক হয়ে যাবে। ফাতাওয়া হিন্দিয়া ১/২৩; মাবসূত, সারাখসী ১/৪৮; হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর ১/১০৪আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم