মেরাজের রাতে রাসূল (সা.)-কে কয়টি পেয়ালা দেওয়া হয়েছিল
প্রশ্ন
মেরাজের রাতে রাসূল (সা.)-কে কয়টি পেয়ালা দেওয়া হয়েছিল?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মেরাজের রাতে রাসূল (সা.)-কে দুটি পেয়ালা দেওয়া হয়েছিল। একটি ছিল মদের আরেকটি ছিল দুধের। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন- ثُمَّ أُتِيتُ بِإِنَاءَيْنِ فِي أَحَدِهِمَا لَبَنٌ وَفِي الْآخَرِ خَمْرٌ অতঃপর আমাকে দুটি পেয়ালা দেওয়া হল। এর একটিতে ছিল দুধ। আর অপরটিতে ছিল মদ। [সহিহ বুখারি, হাদিস: ৩৩৯৪]আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم