ড. খলিলুর রহমান মাদানী

খোঁচা দাড়ি যে রাখে সে কি ফাসেক

প্রশ্ন                                                                                                         

যে ব্যক্তি খোঁচা খোঁচা দাড়ি রাখে সে কি ফাসেক হবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হকপন্থী সকল উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে, দাড়ি কমপক্ষে একমুষ্ঠি পরিমাণ বড় রাখা ওয়াজিব। এর চেয়ে খাটো করে রাখা হারাম ও কবীরা গুনাহ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

خَالِفُوا الْمُشْرِكِينَ، وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ

‘তোমরা মুশরিকদের উল্টো করবে, দাড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট করবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৮৯২]

তাছাড়া বিভিন্ন হাদিস ও আছার থেকে বুঝা যায়, দাড়ি কমপক্ষে একমুষ্ঠি পরিমাণ রাখাই সুন্নত সম্মত। হাদিস শরিফে এসেছে,

كَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ‏

‘ইবনু উমর (রা.) যখন হজ্ব বা উমরা করতেন, তখন তিনি তাঁর দাড়ি মুষ্ঠি করে ধরতেন এবং মুষ্ঠির বাইরে যতটুকু বেশি থাকত, তা কেটে ফেলতেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৮৯২]

কাজেই যে ব্যক্তি খোঁচা খোঁচা দাড়ি রাখবে সে ওয়াজিব বিধান ছেড়ে দেওয়ার কারণে ফাসিক হিসেবে গণ্য হবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم